প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৪, ১১:৫৭ এ.এম
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহা গ্রেপ্তার
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে মহানগরীর লক্ষ্মীপুর এলাকার জমজম ইসলামী হাসপাতালের পাশের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন। পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদে নগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
বগুড়া জেলা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে সজীবকে হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, ৫ আগস্টের পর থেকে সজীব সাহা বগুড়া থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.