বিদেশ : দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার হত্যার শিকার হয়েছেন ওউ অঞ্চলের কমিশনারও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহত্তর পিবোর এলাকার তথ্যমন্ত্রী আব্রাহাম কেলাং গতকাল বুধবার রয়টার্সকে বলেন, দল নিয়ে নিয়াত গ্রামে গিয়েছিলেন কমিশনার। সেখান থেকে ফেরার সময় অতর্কিত হামলায় কমিশনারসহ ১৫ জন নিহত হয়েছেন। কেলাং বলেন, হামলাকারীরা ওই অঞ্চলের আনুয়াক স¤প্রদায়ের যুবক বলে সন্দেহ করা হচ্ছে। ২০১৮ সালের শান্তি চুক্তির পর থেকেই সশস্ত্র গোষ্ঠীর মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে অনেক মানুষ নিহত ও বাস্তুচ্যুত হয়েছেন। স্বাধীনতা লাভের দুই বছর পরই দক্ষিণ সুদানে শুরু হয়েছিল গৃহযুদ্ধ। ডিঙ্কাস ও নুয়ের জাতিগত দ্বন্দে জড়িয়ে পড়ে। তাদের সংঘাতে ২০১৩-২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.