অর্থনীতি: বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইড ও ক্যাশ সাইডের পদের নামে পরিবর্তন আনা হয়েছে। সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনার ফলে এখন থেকে কারেন্সি অফিসারের নতুন পদ নাম হবে নির্বাহী পরিচালক (কারেন্সি), মহাব্যবস্থাপক (ক্যাশ) পদের নাম হবে পরিচালক (ক্যাশ), যুগ্ম ব্যবস্থাপক (ক্যাশ) হবে যুগ্ম পরিচালক (ক্যাশ), উপ-মহাব্যবস্থাপক হবে উপপচিরালক, সহকারী ব্যবস্থাপক (ক্যাশ) সহকারী পরিচালক (ক্যাশ), সহকারী ব্যবস্থাপক পদনাম হবে সহকারী পরিচালক। এ ছাড়া এমএলএসএস-১ম মান হবে অফিস সহায়ক- প্রথম মান এবং এমএলএসএস-দ্বিতীয় মান পদটির এখন থেকে নতুন নাম হবে অফিস সহায়ক-দ্বিতীয মান। কার্যালয়ের সঙ্গে দাপ্তরিক প্রয়োজনে পত্র/ই-মেইলসহ সবধরনের যোগাযোগের ক্ষেত্রে পরিবর্তিত পদনাম ব্যবহার করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফিন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.