বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর বাজারে আগুন লেগে ৮ টি দোকান দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকান মালিকদের অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর। শনিবার (৯ জানুয়ারি) রাত ১২ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে স্থানীয় শহিদুল ইসলামের কসমেটিক্সের দোকান, সোহাগ শেখের কসমেটিক্সের দোকান, ফাহিম ইসলামের লেপ তোষকের দোকানসহ বিভিন্ন পণ্যের কয়েকটি দোকান রয়েছে।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশনের সিনিয়র অফিসার মোঃ শাহাবুদ্দিন বলেন, রাত ১২টায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছে। আগুনে ৮ টি দোকানঘর পুড়ে ছাই হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.