বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রেলিও আলোচনা সভা অনুষ্ঠিত।। মাসব্যাপী নারী দিবস উপলক্ষে, বাগেরহাটে দৃষ্টিদান চক্ষু হাসপাতালের উদ্যোগে ও সাইডসেভার্স এর সহযোগিতায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে পৌর শহরের অবস্থিত নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়।
কলেজের উপ অধ্যক্ষ আফরোজা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ আরিফা আক্তার। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাইডসেভার্স এর প্রতিনিধি মমিনুল হক ,দৃষ্টিদান চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কর্মকর্তা কাজী সাইদুর রহমান সবুজ, ডকুমেন্টারী কর্মকর্তা মোস্তাকিন আক্তার হ্যাপি। এর আগে সাইডসেভার্স এর ব্যবস্থাপনায় ও দৃষ্টিদান চক্ষু হাসপাতালের আয়োজনে নার্গিস মেমোরিয়াল নার্সিং কলেজের ছাত্রীদের নিয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়কে একটি রেলি অনুষ্ঠিত হয় ।রেলি শেষে আলোচনা সভায় মিলিত হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.