বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ মার্চ ১৬ রমজান বিকালে পৌর শহরে রেডি অডিটোরিয়ামে গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আক্তার বানু ,এমপি,( সংরক্ষিত মহিলা আসন) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম ,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান।
বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সংগঠনের জেলা শাখারব সানিয়ার সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান,সহ-সভাপতি শেখ আসাদুজ্জামান আরিফুল ইসলাম আকিন্জী, সাংগঠনিক সম্পাদক নার্গিস আক্তার লুনা, কোষাধক্ষ্য ওমর আলী ,সমাজকল্যাণ সম্পাদক হেনা চৌধুরী,যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজিয়া সুলতানা,সদর উপজেলা শাখার সভাপতি শেখ ইকবাল হোসেন লাভলু, কচুয়া উপজেলা শাখার সভাপতি নাজমুল হুদা। আলোচনা সভা শেষে ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.