এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পরিষদের আয়োজনে ২০২২ সালের অনুষ্ঠিত এস এস সি, এইচ এস সি ও ২৩ সালে বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তীর সুযোগ প্রাপ্ত ৬২২জন গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (৬ মার্চ) দুপুরে শহরের শালতলায় জেলা পরিষদ অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে বৃত্তির এককালীন অর্থ তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত ঝুমুর বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: হাফিজ আল আসাদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শরিফা খানম, মনির হোসেন প্রিন্স প্রমুখ।
উল্লেখ্য এস এস সিতে ৪১৩ জন, এইচ এস সিতে ১৩২ জন ও বিভিন্ন বিশ্ব বিদ্যালয়েয় ভর্তীর সুযোগ প্রাপ্ত ৭৭ জন সর্বমোট ৬২২জন শিক্ষার্থীদের ১৩লক্ষ ৮৭ হাজার টাকা প্রদান করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.