প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ৫:৪৭ এ.এম
বাগেরহাট শহরের আলোচিত দুই মাদক বিক্রেতা গ্রেফতার, ইয়াবা ও গাজা উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে অবৈধ মাদকের জন্য আলোচিত পৌর শহর থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট সদর মডেল থানা পুলিশের এসআই গৌতম সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়মিত টহলদানকালে গোঁপন খবরের ভিত্তিতে সোমবার বিকেলে শহরের নাগেরবাজার পুরাতন রেল লাইন থেকে হাতে নাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া দুই মাদক বিক্রেতা হলো শহরের নাগেরবাজার এলাকার শ্রমিক লীগ নেতা নাসির গাজীর ছেলে হ্নদয় গাজী (২৩) ও একই এলাকার মজিদ সেখের ছেলে আনোয়ার সেখ (৫২)। এরা দীর্ঘদিন ধরে বিশেষ শেল্টারে থেকে এলাকায় ভ্রাম্যমানভাবে মাদক দ্রব্য বেচা-কেনা করে আসছে বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে আনোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসআই গৌতম জানান, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু গাজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক মঙ্গলবার আদালতে চালান করা হবে।#
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.