আন্তর্জাতিক: এবারের লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারানসি আসন থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন অজয় রাই। এ নিয়ে এই আসনে তৃতীয়বারের মতো মোদির প্রতিপক্ষ হলেন তিনি। কংগ্রেস গত শনিবার রাতে চতুর্থ প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ১৭ জনের সেই তালিকায় দেখা যায়, এবারও বারানসি থেকে অজয় রাইকে প্রার্থী করা হয়েছে। উত্তর প্রদেশ কংগ্রেস শাখার প্রধান অজয় রাইকেই ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে প্রার্থী করেছিল কংগ্রেস। ঘটনাচক্রে দুটি নির্বাচনেই তাঁর প্রতিদ্ব›দ্বী ছিলেন মোদি। আর সেই দুটি নির্বাচনেই মোদির কাছে ব্যাপক ব্যবধানে হেরেছিলেন অজয়। একসময় বিজেপিতেই ছিলেন অজয়। বিজেপির হয়ে বারানসির কোলাসলা কেন্দ্র থেকে তিনি ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিধানসভা নির্বাচনে তিনবার জয়ী হয়েছিলেন। পরবর্তী সময়ে বিজেপির সঙ্গে মনোমালিন্যে তিনি সমাজবাদী পার্টিতে যান। তবে সেখানেও সাফল্যের মুখ দেখেননি। ২০১২ সালে অজয় কংগ্রেসে যোগ দেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.