স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, আব্দুর রাজ্জাক মলঙ্গী।
সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, হাবিবুল্লাহ বাহার, গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা,মোস্তফা কামাল জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা ডাঃ শংকর দেবনাথ, যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল ও উত্তম দাশ। অনুষ্ঠানে রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া বিজ্ঞান বিষয়ক স্টল পরিদর্শন করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.