আজ ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মদিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবিরশ্মি’ শিরোনামে মাগুরার মহম্মদপুরে কলমের সৈনিক আবৃত্তি একাডেমির আয়োজনে একক কবিতা আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আবৃত্তিকার, কবি ও নাট্যকার সালাহ্উদদীন আহমেদ মিলটনের একক আবৃত্তি এই অনুষ্ঠানে কবিগুরুর বিখ্যাত বিভিন্ন কবিতা আবৃত্তি করা হয়। বুধবার (৮ মে) বেলা ১১ ঘটিকায় কলমের সৈনিক বিদ্যানিকেতনের মিলনায়তনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘রবিরশ্মি’ শিরোনামে একক এই আবৃত্তি আনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কলমের সৈনিক সংসদের সাহিত্য সম্পাদক ও আমিনুর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.