সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর ডি.বি. ইউনাইটেড হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ‘ক’ জোনের ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলায় দর্শকের উপচে পড়া ভীড় দেখা গেছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুলের সভাপতিত্বে ২য় দিনের খেলা উদ্বোধন হয়। এসময় ব্রহ্মরাজপুর পেশাজীবী পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় ক্রীড়ানুরাগী, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রথম খেলায় ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে হারায় ভালুকা চাঁদপুর দাখিল মাদ্রাসাকে। অন্যান্য খেলায় হযরত আবু বক্কর সিদ্দিক কামিল মাদ্রাসা ও পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় (নেহালপুর) সেমিফাইনালে জায়গা করে নেয়।
দিনব্যাপী খেলাগুলো উপভোগ করতে আশপাশের এলাকার শতশত দর্শক মাঠে ভিড় জমায়। এসময় দর্শকের ভীড়ে পুরো মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.