বিদেশ : হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে অবস্থিত ন্যাশনাল প্যালেসের কাছে ভারী গোলাগুলির খবর পাওয়া গেছে। গত শুক্রবার সেখানে ভারী গোলাগুলি হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরির অনুপস্থিতির কারণে দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় বার্তা সংস্থা ইএফই-এর বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে। ন্যাশনাল প্যালেসের কাছে এই সহিংসতা চলার সময় দেশটির প্রধানমন্ত্রী দেশে ছিলেন না। হাইতির গ্যাংগুলোর বিরুদ্ধে লড়তে একটি আন্তর্জাতিক সহায়তা চুক্তির জন্য কেনিয়া সফরে গিয়েছিলেন তিনি। বেশকিছুদিন ধরেই হাইতিতে গ্যাং সহিংসতা চলছে। এরইমধ্যে গত সপ্তাহে সশস্ত্র গ্যাং সদস্যরা কারাগার ভেঙে বন্দিদের নিয়ে যায়। এসময় আনুমানিক দশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। বন্দুকযুদ্ধের কারণে সহিংসতার মাত্রা ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনতে গত রবিবার দেশটিতে জরুরী অবস্থা জারি করা হয়। তবে জরুরি অবস্থা জা্রি করেও পরিস্থিতির কোনও উন্নতি দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহের শুরুতে হাইতির প্রধানমন্ত্রীকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে রাজনৈতিক নেতৃত্বে পরিবর্তন আনার আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কেননা, ঝুঁকিপূর্ণ নিরাপত্তা এবং মানবিক সংকটের মধ্যেই হেনরিকে ক্ষমতাচ্যুত করতে ওঠেপড়ে লেগেছে সশস্ত্র দলগুলো। হাইতির অনির্বাচিত অন্তর্র্বতী নেতা হেনরি। মঙ্গলবার থেকে তিনি পুয়ের্তো রিকোর মার্কিন অঞ্চলে রয়েছেন। হাইতির গ্যাংগুলোর বিরুদ্ধে লড়তে একটি আন্তর্জাতিক সহায়তা চুক্তির জন্য কেনিয়া সফরের পর দ্ব›দ্ব-বিধ্বস্ত দেশে ফিরে যেতে পারেননি তিনি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.