সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে অতি বৃষ্টি ও বেতনা নদী ভাঙনে বন্যার্ত ১'শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮সেপ্টেম্বর) বিকালে ভালবাসার মঞ্চের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সাংবাদিক আকরামুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মতিনের সঞ্চালনায় এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিভিন্ন সময়ে অসহায়, হতদরিদ্রদের পাশে দাড়িয়ে ইতিমধ্যে সংগঠনটি জেলায় বেশ স্বুনাম কুড়িয়েছে। আজ ১'শ টি পরিবারের পাশে দাড়িয়েছে। আগামীতে হাজার পেরিয়ে লক্ষ পরিবারের পাশে যেন দাড়াতে পারে সেই দোয়া করি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নগরঘাটা ইউনিয়নের সভাপতি প্রফেসর আমজাদ হোসেন, আঃ রহমান, ডাঃ নজরুল ইসলাম, সাংবাদিক মফিদুল ইসলাম, আল মামুন, আবু সাইদ, সোহাগ হোসেন, তোহা খান, সাইদুর রহমান প্রমূখ।
অরাজনৈতিক সংগঠন ভালবাসার মঞ্চ সাতক্ষীরা শাখার উদ্যোগে ভালবাসার তরী'র ব্যানারে ১'শটি পরিবারের মাঝে ১০কেজি করে চাল ও এক প্রকারের সবজি বিতরণ করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.