সাতক্ষীরার পাটকেলঘাটা উন্নয়ন কমিটি আয়োজনে পাটকেলঘাটা ভূমি অফিসটি স্থানান্তর চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টার সময় পাটকেলঘাটা উন্নয়ন কমিটির সভাপতি তালা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে পাটকেলঘাটায় অবস্থিত ভূমি অফিসটি স্থানান্তর চক্রান্তের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পাটকেলঘাটা বাজারের পাঁচ রাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে পাটকেলঘাটা উন্নয়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটকেলঘাটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার আব্দুল লতিফ, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মন্টু, যুবদলের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান আনিস, পাকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মমিন, সরুলিয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকিব, উপজেলা কৃষকদলের সভাপতি ডাক্তার মামুন, সারুলিয়া ইউনিয়নের যুবদলের সভাপতি শেখ হায়দার, থানা ছাত্রদল সভাপতি রিজভী আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা দশদিন পরে জেলা প্রশাসকের অফিস ও বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন।
এসময় বক্তারা আরো বলেন, পাটকেলঘাটা থেকে তাদের জীবন থাকতে ভূমি অফিসটি অন্য জায়গায় স্থানান্তর করতে দেবে না। প্রয়োজন হলে তারা কঠিন থেকে কঠিন আন্দোলন গড়ে তুলবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.