ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় এসোসিয়েশনের সামনের সড়কে এই কর্মসূচি পালন করা হয়। ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কর্মসূচি’র উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, ভোমরা স্থলবন্দর (ট্রাফিক) এর উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীন, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন, ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খান, সাংগঠনিক, বন্দর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দীপংকর ঘোষ, কাস্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ আবু মুছা, সদস্য বিলকিস সুলতানা সাথী, রোখসানা পারভীন প্রমুখ।
এসময় ভোমরা সিএন্ডএফ কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.