যশোরের মণিরামপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।
‘কৃষি-ই সমৃদ্ধি’-শ্লোগানকে সামনে রেখে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মঙ্গলবার ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার।
বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মাদ গাজী, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আব্দুল্লাহ সাইদ রেজা, কৃষি সম্প্রসারণ অফিসার শারমিন শাহনাজ, কৃষি সম্প্রসারণ অফিসার শাহরয়িা হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার জানান, এবারের কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার ১৩ টি ষ্টলে কৃষির বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.