মণিরামপুরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় মণিরামপুর-ঝিকরগাছা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার হয়।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানান, কয়েকদিন যাবৎ তাঁকে এই এলাকায় দেখা গেছে। তাঁর কথা কিছুটা এলোমেলো ছিল। তিনি মানসিক রোগী বলে মনে হয়েছে। সম্ভবত তাঁর বাড়ি ভারতে হতে পারে।
চাঁদপুর বাঁশতলা মোড়ের ব্যবসায়ী মনিরুজ্জামান বলেন, এক থেকে দেড় মাস আগে থেকে এই ব্যক্তির এদিকে আনাগোনা ছিল। তিনি হিন্দি-বাংলা মিশ্রিত কথা বলতেন। তবে সেগুলো স্পষ্ট নয়। স্থানীয় লোকজন খাবার দিলে দু-একবার খেয়ে লোকজনের দিকে সেই খাবার ছুড়ে মারতেন। প্রথম থেকে তিনি খোলা আকাশের নিচে রাস্তার পাশে শুয়ে-বসে থাকতেন।
অপর একজন জানান, বুধবার সকালে স্থানীয়রা মাঠে কাজে যাওয়ার সময় তাঁকে রাস্তার পাশে শুয়ে কাতরাতে দেখেন। এরপর সকালে লোকমুখে শুনি লোকটি মারা গেছেন।
তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ নামে স্বেচ্ছাসেবী সংস্থার যশোর জেলা কমিটির সভাপতি আশরাফ ইয়াসিন বলেন, ‘মঙ্গলবার রাতে স্থানীয়রা কল করে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিটির বিষয়ে আমাদের জানান। আমরা সকালে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাতে চেয়েছিলাম। কিছু গরম কাপড় নিয়ে সকালে ঘটনাস্থলে এসে দেখি তিনি মারা গেছেন।’
খেদাপাড়া ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ‘রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।’
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.