মাগুরার মহম্মদপুর ৬নং ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে জামায়াতে ইসলামের যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রওশন মার্কেট চত্বরে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হুসাইন আহমেদ কাবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক এম বি বাকের।
মহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহমানের পরিচালনা ও ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মামুনুর রশীদ মিলনের সার্বিক ব্যবস্থাপনায় আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইসিটি সম্পাদক মাও. কবির হুসাইন, উপজেলা আমির মাও. নুর আহমেদ আলী, যুব বিভাগের জেলা সেক্রেটারী অধ্যাপক রবিউল ইসলাম, সেক্রেটারী অধ্যাপক রেজাউল হক, নির্বাচন পরিচালক নজরুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারী জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাও. মোশারেফ হোসেন এবং জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী জুবায়ের হুসাইন সাগর প্রমূখ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.