“জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বুধবার দুপুরে পরিদর্শনের মাধ্যমে শেষ হয় দুইদিন ব্যাপি এই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠান।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুইদিন ব্যাপি এই বিজ্ঞান মেলা ও ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড পরিদর্শন করেন- জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা আইসিটি অফিসার রফিকুল ইসলাম প্রমূখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ‘শ্লোগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা ও তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শাম্বতী শীল।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, ওসি আব্দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু হাসান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক নূর আহমদ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.