মাগুরার মহম্মদপুরে অজ্ঞাত এক নারীর মরাদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের আড়মাঝি এলাকার মধুমতি নদী থেকে অজ্ঞাত এই নারীর লাশ উদ্ধার করেন পুলিশ।
স্থানীয় লোকজন ও পুলিশ সুত্রে জানা যায়, এদিন দুপুরে আড়মাঝি এলাকায় মধুমতি নদীতে একটা লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন মরাদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞাত এই নারীর মরাদেহ উদ্ধার করেন।
ওসি (তদন্ত) মুন্সী রাসেল হোসেন জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে আমরা এই অজ্ঞাত লাশটি উদ্ধার করি। তবে মধুমতি নদীতে উজান থেকে ভেসে আসা নারীর আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। এখনো পরিচয় পাওয়া যায়নি। চেষ্টা চলছে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.