মাগুরার মহম্মদপুরে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে বিভিন্ন পাব্লিক বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া ৫৬ জন ছাত্র-ছাত্রীকে দ্যা জিনিয়াস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৯ জুন) সকালে স্থানীয় আমিনুর রহমান কলেজের সম্মেলন কক্ষে এই সবংর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দ্যা জিনিয়াস ক্লাবের সভাপতি মো: তানজির আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিজ্ঞানী ড. মো: আলী আফজাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: মোস্তাফিজুর রহমান, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা মো: মিজানুর রহমান কাবুল, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক ওছিউরজ্জামান বুলবুল।
ছাত্র সম্বয়ক তাওফিক কালাম অভির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন দ্যা জিনিয়াস ক্লাবের উক্তোতা সরকারি বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান কলেজের প্রভাষক মো. ইলিয়াস হোসেন।
আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.