মহান বিজয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ
ময়মনসিংহ প্রতিনিধি
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী কর্মসূচিসমূহের অংশ হিসেবে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সূর্যদয়ের পর নগরের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মহান বিজয় দিবসটিতে উপলক্ষ্যে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া, ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ পুলিশ সুপার মো: মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও এসময় পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠানের অফিস প্রতিনিধিগণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনগণ। ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো: মাসুদ মিয়ার নেতৃত্বে সকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.