ইন্দুরকানী ( পিরোজপুর) প্রতিনিধি: আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশ মাদকমুক্ত
না হলে কখনোই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। দেশের কিশোর ও যুুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়লে সমাজে চুরি,
ছিনতাই, চাঁদাবাজি, ইভটিজিং সহ নানা অপরাধম‚লক কর্মকান্ড বৃদ্ধি পাবে। তাই আমাদের সন্তানরা কোথায় কি করে, কার সাথে
মিশে, কোথায় যায় এ বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে।
সন্তানরা বিপথগামী হয়ে পড়লে পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। তাই মাদক নির্ম‚লে প্রশাসনের পাশাপাশি সচেতন মহলকে বেশি
এগিয়ে আসতে হবে।
২৩ ফেব্রæয়ারি শুক্রবার সকালে উপজেলার ঘোষেরহাট বাজারে অবাক ও ঘোষেরহাট টাইগার্স ক্লাবের যৌথ উদ্যোগে আয়োাজিত
মাদকমুক্ত ইন্দুরকানী গড়তে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় পিরোজপুর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও জেলা শিল্পকলা
একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী তার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, কিছু রাষ্ট্র আমাদের দেশে মাদক ঢুকিয়ে জাতিকে মেধাশ‚ণ্য করাসহ দেশে যাতে অপরাধ মুলক
কর্মকান্ড বেড়ে যায় সেজন্য পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে। তাই বর্তমান আ.লীগ সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
করেছে। এজন্য মাদকের বিরুদ্ধে প্রশাসন তৎপর। মাদক নির্মুলে প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে।
ঘোষেরহাট টাইগার্স ক্লাবের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি
(তদন্ত) বিকাশ সরকার, অধিকার বাস্তবায়ন কমিটির (অবাক) চেয়ারম্যান মেহেদী হাসান, সমাজ সেবক মাকিদুল ইসলাম সিকদার ও
আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টাস ক্লাব সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আবুল কালাম,প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক ফারুক হোসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক লাভলুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের
নেতৃবৃন্দ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.