সাতক্ষীরায় মৃত গরুর জবাই করে পাচারের সময় এক ব্যবসায়ী ও ট্রাক চালককে এক মাসের কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৭ জুলাই) বেলা ১১ টা সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম এ ভ্রাম্যমান আদালত পরিচাল করেন।
আটককৃতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার কাঠালতলা গ্রামের ইমাম মোড়লের পুত্র করিমুল ইসলাম ও একই উপজেলার খর্ণিয়া গ্রামের হেকমোতউদ্দীনের ছেলে গরু ব্যবসায়ী নাসিরউদ্দিন।
ঘটনা সুত্রে জানা যায়, অভিযুক্তরা গতকাল রাতে সাতক্ষীরা হতে মৃত গরু নিয়ে খুলনায় যাওয়ার সময় সাতক্ষীরা শহরের বাইপাস সড়কে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ শহরের ইটাগাছা পুলিশ ফাড়িতে তাদের আটক করে নিয়ে আসে। পরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম অভিযুক্তদের জেল ও জরিমানা প্রদান করেন।
আটকৃত গরু ব্যাপারী নাসির উদ্দীন জানান, যে সাতক্ষীরা কামালনগরের গরুর কসাই জুয়েল ও খুলনার ডুমুরিয়া রবি কসাই মৃত গরু ব্যবসায়ীর সাথে জড়িত। আমরা শুধু তাদের কথামতো মরা গরু সরবরাহ করি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল হোসেন তামিম বলেন, অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করেছে। তাদেরকে বিধি মোতাবেক জেল ও জরিমানা দ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্তদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান ছিল।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.