প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৫:৫৪ এ.এম
মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে গাছ কাটার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি বাগেরহাট: মোংলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করার অভিযোগ উঠেছে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডলের বিরুদ্ধে। এসময় বড় কয়েকটি গাছও কেটে নিয়ে যায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী এলকার মৃত আত্নারাম মন্ডলের ছেলে রাবিন্দ্রনাথ। তার বিরুদ্ধে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকর নামে এক ব্যক্তি।
সোমবার (৫ ফেব্রুয়ারি) মোংলা থানায় দায়ের হওয়া অভিযোগ থেকে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ সড়কের মনিন্দ্র কর্মকারের ছেলে নান্টু কর্মকার দীর্ঘদিন ধরে পৈত্রিক সুত্রে শেহলাবুনিয়া মৌজায় বি আর এস-৩০০৫ নম্বর খতিয়ানে ৬৮৫৫ নম্বর দাগের ০.২৪৩০ একর জমিতে ভোগ দখল করে আসছেন। কিন্তু সেই জমি জোরপূর্বক অবৈধ দখল নিতে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল পায়তারা করছেন। এনিয়ে স্থানীয় শালিস বৈঠক হলেও তা মানেনি সে। একপর্যায়ে তার বিরুদ্ধে মোংলা উপজেলার সহকারী ভূমি অফিসে ১৫০ ধারায় মামলা করেন নান্টু কর্মকার। মামলা চলমান অবস্থাই সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে ভূমি দখলকারী রবীন্দ্রনাথ মন্ডল তার সাঙ্গপাঙ্গ নিয়ে নান্টু কর্মকারের জমি জোরপূর্বক দখলে নিতে ওই বাড়ির বড় কয়েকটি গাছ কেটে নিয়ে যায়। এতে নান্টু কর্মকারের স্ত্রী সুলতা কর্মকার বাধা দিলে তাকে কুরুচিপূর্ণ গালিগালাজ করে লাঞ্ছিত করে রাবিন্দ্র। পরে তাকে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে বীরদর্পে ওই স্থান ত্যাগ করেন। পরে এ ঘটনায় মূলহোতা রাবিন্দ্রনাথ মন্ডলকে আসামি করে মোংলা থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নান্টু কর্মকার।
এবিষয়ে অভিযুক্ত রাবিন্দ্রনাথ মন্ডল দাবী করে বলেন, ওই জমি তার নিজের। তাই সে গাছপালা কেটে নিয়ে গেছেন। কাউকে লাঞ্ছিত করা এবং গালিগালাজ করা হয়নি।
মোংলা থানার ওসি কে এম আজিজুল ইসলাম এ বিষয়ে অভিযোগ পেয়েছেন স্বীকার করে বলেন, তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.