প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৪, ৬:৫৩ এ.এম
মোরেলগঞ্জে অজ্ঞাত ভবঘুরের মরদেহ উদ্ধার
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে 'শান্ত বাবু' (৬৫) নামে এক ভবঘুরের(পাগল) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রববিবার বিকেল ৫ টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের নব্বইরশি বাসস্ট্যান্ডে রাজ সুপার মার্কেটের বারান্দায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
স্থানীয় ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, মৃত ব্যাক্তি ওই এলাকায় ১০-১২ বছর ধরে অবস্থান করছিলো। সে সবার কাছে হাত পেতে খাবার জোগাড় করে রাস্তার পাশে রাত কাটাতো। আজ বিকেলে দেখি সে মৃত। সে 'শান্ত বাবু' নামে পরিচিত ছিল। হয়তো সে সনাতন ধর্মাবলম্বী।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, 'শান্ত বাবুর' মৃত্যুর খবর পেয়ে পুলিশের একটি দল কয়েক ঘন্টা ধরে অনুসন্ধান চালিয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কারো কোন অভিযোগও নেই। তাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ধর্মমতে শান্তবাবুর শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতি চলছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.