এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে অবস্থিত এস.আই ক্যাডেট একাডেমিতে ১২তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও হিফজ সমাপনকারি ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
কাউন্সিলর আজিজুর রহমান মিলন (১৭ ফেব্রুয়ারী শনিবার) বেলা ৮টায় তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস.আই ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বাকি বিল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি, কাউন্সিলর মো. নান্না শেখ, সদস্য আব্দুল গফফার হাওলাদার, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ নিজস্ব প্রতিনিধি এম.পলাশ শরীফ, দক্ষিণাঞ্চল প্রতিদিন প্রতিনিধি শিব সজল যীশু ঢালী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমির উপাধ্যক্ষ নাইমুল ইসলাম।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.