মো. আল আমিন শেখ: বাগেরহাটের মোরেলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহয়তা কর্মসূচির আওতায় বিশেষ ভিজিএফ চাল পেলেন দৈবজ্ঞহাটি ইউনিয়নের ৯৪২ পরিবার।
মঙ্গলবার সকাল ১০টায় দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদে ট্যাগ অফিসারের প্রতিনিধি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমানের উপস্থিতিতে ৯৪২ পরিবারের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান মল্লিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো. আসাদুজ্জামানসহ ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ।
চাল বিতরন কালে ইউপি চেয়াম্যান মো. সামছুর রহমান মল্লিক বলেন, ঈদুল ফিতরের উৎসব ঘরে ঘরে পৌছে দিতে প্রধানন্ত্রী শেখ হাসিনার এ উপহার। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.