মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে একদিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। প্রধান আলোচক ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহেব আলী ও স্বাগত বক্তৃতা করেন প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলা ইসলাম।
প্রাণীসম্পদ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এবারের প্রদশর্নীতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, খরগোস, বায়োগ্যাস প্লান্ট,সাইলেজ, ক্রিম সেপারেটর মেশিন, দুগ্ধজাত পণ্য, বিভিন্ন প্রজাতির ঘাস ও গো-খাদ্য নিয়ে ষ্টল ৩০টি ষ্টল সাজিয়েছেন খামারিরা।
এ ছাড়াও খামারিদের সচেতন করার লক্ষ্যে প্রাণী সম্পদের চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ধরণের ওষুধেরও প্রদর্শনী করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.