মোরেলগঞ্জ ( বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে নিশানবাড়িয়া ইউনিয়নের উত্তর গুলিয়াখালী গ্রামে সোমবার বিকালে উদ্বোধন করা হয়েছে ভোকেশনাল ট্রেনিং সেন্টার। উপজেলা চেয়ারম্যান এ্যাড. আলহাজ্ব শাহ-ই- বাচ্চু এ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ফেরদৌসী নারী ও শিশু কল্যান কেন্দ্র চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের ডেপুটি ম্যানেজার মো. হাকিমুল ইসলাম। শুভেচ্ছা বক্তৃতা করেন সমাজ সেবক হাফেজ সুলতান আহমেদ।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের সহযোগিতায় ও চৌকস প্রিন্টার্স এর বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম, সাবেক সভাপতি মেহেদী হাসান লিপন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, আব্দুল হাকিম শেখ প্রমুখ।
সভা শেষে প্রথম অতিথি এ্যাড. আলহাজ্ব শাহ-ই- বাচ্চু এ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.