আইটি: গুগল ম্যাপ দিকনির্দেশনা দেখে গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে এখন বেশ জনপ্রিয় একটি অ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে প্রতিনিয়তই অ্যাপটিতে আসছে বিভিন্ন আপডেট এবং নতুন নতুন ফিচার। আর এরই ধারাবাহিকতায় স¤প্রতি ‘গø্যানসিয়েবল ডিরেকশনস’ নামে নতুন একটি ফিচার এসেছে গুগল ম্যাপসে। এই ফিচারে ফোনের স্ক্রিন লক করা থাকলেও লকড পর্দাতেই গুগল ম্যাপ সরাসরি লকড স্ক্রিনের ওপরে দিকনির্দেশনা দেখাবে। সেই সঙ্গে গন্তব্যে পৌঁছাতে আনুমানিক সময়ের ধারণাও দেবে। তবে এই সুবিধাটি আপনা-আপনি চালু হবে না বলে জানিয়েছে গুগল। ফিচারটি চালু করতে চাইল সেটিংসে গিয়ে নেভিগেশন সেটিংসে যেতে হবে। এরপর সেখানে থাকা ‘গø্যানসিয়েবল ডিরেকশনস হোয়াইল নেভিগেটিং’ টগলটি অন করে দিতে হবে। ফিচারটি যদি চালু করা না থাকে, তাহলে ম্যাপসের কোনো তথ্য দেখা যাবে না, যদি ফোনের স্ক্রিন লক করা থাকে। আর এই ফিচারটি চালু করে নিলে এটি স্থায়ীভাবে চালু হবে। ফিচারটি যদি বন্ধ করতে চান, তাহলে সেটিংসের আবারও একই স্থানে গিয়ে টগলটি অফ করে দিলে তা বন্ধ হয়ে যাবে। আপাতত ফিচারটি সবার জন্য চালু হয়নি। তবে খুব তাড়াতাড়িই এটি সবার জন্য চালু হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.