বিদেশ : ভারতের বেঙ্গালুরুর কুন্দালাহাল্লির রামেশ্বরম ক্যাফেতে (ছোট রেস্তোরাঁ) বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টা নাগাদ সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কীভাবে এ ঘটনার সূত্রপাত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ। বলা হয়েছে, আহত চারজনের মধ্যে তিনজন রেস্তোরাঁটির কর্মী। জানা গেছে, রেস্তোরাঁর রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে। তবে পুলিশ বিস্ফোরণের কারণ এখনও নিশ্চিত করেনি। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রেস্তোরাঁটি যে এলাকায় রয়েছে, সেটি ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বম্ব স্কোয়াড এবং দমকলকর্মীরা। রামেশ্বরম রেস্তোরাঁটি সেখানে বেশ জনপ্রিয়। তার হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণ ঘটেছে। দিন কয়েক আগে এই রোস্তোরাঁয় গিয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। সূত্র: এনডিটিভি
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.