প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৪, ১:২২ পি.এম
রোজা পালন কারি ব্যক্তিকে রাইয়ান নামক বেহেশতের দরজা দিয়ে ঢুকানো হবে।
আলোচক,
হাফেজ মাওঃ (মুফাসসির) মীর মো: মাসুম বিল্লাহ,মির্জাগঞ্জ,পটুয়াখালী।
রোজা পালন কারি ব্যক্তিকে রাইয়ান নামক বেহেশতের দরজা দিয়ে ঢুকানো হবে।
حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلٍ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لاَ يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ
সাহল (রাঃ) থেকে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জান্নাতের রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন সওম পালনকারীরাই প্রবেশ করবে। তাদের ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ঘোষণা দেয়া হবে, সওম পালনকারীরা কোথায়? তখন তারা দাঁড়াবে। তারা ব্যতীত আর কেউ এ দরজা দিয়ে প্রবেশ করবে না। তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেয়া হবে। যাতে করে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ না করে।
এছাড়া ও অন্য হাদিসে রাসুল (স:) বলেছেন রোজা দোযখ হতে ঢাল স্বরুপ হবে। তাই আসুন সকলে সুন্দর ভাবে রোজা পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.