প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ১১:৪২ এ.এম
র্যাবের অভিযানে ডাকাত দলের মুলহোতা তালার রিয়াজুল গ্রেফতার
সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত গ্রুপ রিয়াজুল বাহিনীর মুলহোতা মোঃ রিয়াজুল ইসলাম‘কে গ্রেফতার করেছে র্যাব-৬ খুলনা। মঙ্গলবার ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
রিয়াজুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার মৃত বাছতুল্লাহ মোড়ল ছেলে।মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা র্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
প্রেসবিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, প্রায় একযুগেরও বেশী সময় ধরে তালা উপজেলাসহ আশেপাশে এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল বাহিনী ।
তার নামে চুরি, ডাকাতি, দাংগা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী আয়ত্বে রাখাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারনে জনমনে আতংকের সৃষ্টি হয়। এরপর র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যরা এসব ঘটনার পেছনে জড়িত।
এছাড়া আসামি রিয়াজুল ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী ছিল। এরপর থেকে সে আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি সময়ে র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজুলকে খুলনা জেলার বটিয়াঘাটার সুরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা র্যাব-৬ কোম্পানি কামান্ডার এ এস. পি ফয়সাল জানান, সম্প্রতি ঘটে যাওয়া চুরি ডাকাতি ঘটনায় র্যাবের একটি টিম অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সূরখালী এলাকা থেকে আসামী রিয়াজুল ইসলাম গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে তালা থানায় হস্তান্তর করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.