বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই শরণার্থীশিবিরের তিনটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফার বরাতে আল-জাজিরা বলছে, গাজা উপত্যকার দেইর এল-বালাহ এলাকা ও জাবালিয়া শরণার্থীশিবিরে এসব হামলার ঘটনা ঘটেছে। ওয়াফা এবং আল-জাজিরা আরবির কর্মীদের সূত্রে জানা গেছে, দেইর এল-বালাহ এলাকার পূর্বাঞ্চলে দুটি আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় যে ভবনে হামলা হয়েছে, সেখানে অন্তত ৭০ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন বলে জানিয়েছে ওয়াফা। হামলায় সেখানে দুজনের প্রাণ গেছে। ওয়াফা বলছে, জাবালিয়ার ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়ে আছেন, সেই সংখ্যা আগামীকালের মধ্যে নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.