বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আসিফ হাসান-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ১৮ ই জুলাই ২৫ ইং শুক্রবার সকালে দেবহাটা উপজেলার প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ তার কবর জিয়ারত করেন।
জিয়ারতকালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) গোলাম কিবরিয়া, নওপাড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোনায়েম হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাহিম বিন ফিরোজ।
এ সময় শহীদ আসিফের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। প্রশাসনের কর্মকর্তারা বলেন, “আসিফের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে একসঙ্গে কাজ করতে হবে।”
উপস্থিত ছিলেন আরও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ।
শহীদ আসিফের স্মরণে এই শ্রদ্ধাঞ্জলি সকল তরুণকে ন্যায় ও অধিকারের পথে অটল থাকার প্রেরণা জোগাবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.