১৮ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সহযোগিতায় শ্যামনগর থানার গাবুরা ইউনিয়নের পাশ্বেমারী গ্রামে একটি পানি শোধনাগার এর শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন—গাবুরা ইউনিয়নের উপকূলীয় এলাকার বাসিন্দারা বহুদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে কষ্টে জীবনযাপন করছিলেন। আজ
পার্শ্বেমারী গ্রামবাসীর সেই কষ্ট লাঘব হয়েছে। এই অঞ্চলের মানুষদের নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করাই ছিল আমাদের মূল লক্ষ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), সাতক্ষীরা মোঃ হাফিজুর রহমান, ইনচার্জ, কমিউনিটি ব্যাংক, সাব-ব্রাঞ্চ, খুলনা, মোঃ কামাল হোসেন গাজী, অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা মোঃ হুমায়ুন কবির মোল্লা, গাবুরা ইউপি চেয়ারম্যান, মোঃ মাহসুদুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.