প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৯, ২০২৪, ২:০৫ পি.এম
শ্যামনগরের সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান
পরিবেশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্যামনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রনজিৎ বর্মনকে পরিবেশ অধিদপ্তর খুলনা কর্তৃক পরিবেশ বন্ধু সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
খুলনা বিভাগীয়,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর খুলনার আয়োজনে ৬ জুন খুলনা শিল্পকলা মিলনায়তনে বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে আলোচনাসভা, পটগান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ব্যক্তিগত পর্যায়ে সাংবাদিক শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের বাসিন্দা রনজিৎ বর্মনকে সম্মাননা স্বারক ও সনদ পত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজ্জামেল হক বিপিএম (বার) পিপিএম, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার খুলনা সুশান্ত সরকার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর খুলনার বিভাগীয় পরিচালক মোঃ ইকবাল হোসেন।
রনজিৎ বর্মন দেশ চিত্র পত্রিকার শ্যামনগর প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.