শ্যামনগরে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী কায়দায় বাগদা চিংড়ি রেনুর হ্যাচারি দখল করেছে একদল সন্ত্রাসীরা । ঘটনাটি ঘটেছে শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর পল্লীতে গত ৫ জুলাই। এ ঘটনায় চিংড়ির হ্যাচারির মালিক নুরুজ্জামান শ্যামনগর থানায় মেহেদী হাসান (৩৮), মোখলেছুর রহমান (৫৭), জাহাঙ্গীর (৩৫), সর্ব গ্রাম-আবাদ চন্ডীপুর, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরাসহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানান, আশরাফুজ্জামান মন্টু সাবেক মেম্বরের নিকট হইতে ১০ বছর আগে ১০ শতক জমি হারি হিসাবে নিয়ে মাছের পোনার হ্যাচারি করে আসছে। যাহার হ্যাচারি রেজিঃ নং- ২০৬, বহি নং-০৩, লাইসেন্স নং-২০৬/২০১৭ তাং-০৭/১১/২০১৭ খ্রি বিবাদী মেহেদী হাসান ইউসিবি ব্যাংকের যশোর শাখায় চাকরি করেন ও তার পিতা মোখলেসুর রহমান ঈশ্বরীপুর মাধ্যমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক। তারা রাম দাঁ গাছি দাঁ হাতে নিয়ে হ্যাচারীর পাটা, পাইপ, নেট, পিলিয়ার, বাশের খুটি সহ গুরুত্ব পূর্ন খাতা পত্র এবং ১,৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করিয়াছে।
এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.