প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৫, ৭:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৪, ২:৫৭ পি.এম
শ্যামনগরে পরিকল্পিতভাবে বোনের হ ত্যা’র সু-বিচারের দাবীতে বিভিন্ন দপ্তরে ভাইয়ের অভিযোগ
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় পরিকল্পিতভাবে বোনকে হত্যা করায় ভাই সু-বিচারের দাবিতে বিভিন্ন প্রশাসনের দপ্তরে অভিযোগ দায়ের করেছে।
শ্যামনগর উপজেলার পূর্ব কাশিমাড়ী (ঝাপালী) গ্রামের মৃত ওয়াহেদ আলী পাড়ের পুত্র মোঃ হামজার আলী পাড় কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান, অফিসার ইনচার্জ শ্যামনগর থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেন অভিযোগে উল্লেখ করেছেন- বিবাদী একই গ্রামের মৃত বাকের আলী সানার পুত্র কওছার আলী সানা (৫৩) আমার ভগ্নিপতি।
৩০ বছর পূর্বে ইসলামি শরিয়াহ মতে আমার বোন মোছাঃ কহিনুর খাতুনকে বিবাহ করে। আমার বোন ২ পুত্র ও ২ কন্যা সন্তানের মাতা। শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে আসতেছে। উক্ত কওছার পরনারী লোভের বশবর্তী হয়ে পুনরায় অন্যত্র বিবাহ করে। বিবাহের পর থেকে আমার বোনকে মারপিট ও বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। আমার বোন নিজ সন্তানের দিকে চেয়ে সকল নির্যাতন সহ্য করে আসছে। সম্প্রতি দেশে বৈসম্য বিরোধী আন্দোলন চলতে থাকায় এ সুযোগে ০৪/০৮/২০২৪ তারিখ সকাল সাড়ে ৮ টায় ঘরের মধ্যে ফেলে উক্ত কওছার আলী আমার বোনকে বেপরোয়া মারপিট করে মারাত্মক যখম করে। আমার বোনের সন্তান রাসেল গ্রাম্য ডাক্তার দেখালে ডাক্তার বলে মারা গেছে।
বিষয়টি থানায় মামলা করার চেষ্টা করলে আমার ভগ্নিপতি তার ভাইদের সহযোগীতায় আমাদেরকে না জানিয়ে রাত সাড়ে ৯ টায় দাফন সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকার সুধি মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বোনকে পরিকল্পিত ভাবে হত্যা করায় সুষ্ঠু সু-বিচারের দাবিতে ইউপি চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ জানিয়েছি।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.