শ্যামনগর উপজেলার মুক্তিযোদ্ধা সড়ক ও শ্যামনগর টু বংশীপুর মহাসড়কের দুই পাশে, যমুনা খালের সরকারি জায়গা দখল করে যে যার মত ঘর নির্মাণ করে ব্যবসা অব্যাহত রেখেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেই কোন হস্তক্ষেপ।
স্বরেজমিনে দেখা গেছে, মুক্তিযোদ্ধা সড়কের দু-পাশে চায়ের দোকান, কাঁচা তরকারি দোকান, পানের দোকান, বিভিন্ন দোকানের হিড়িক চলছে।
শ্যামনগর টু বংশীপুর মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা দখল করে বালুর স্তুুপ, রিং সেলাপ, প্লাস্টিকের পাইপ সহ বিভিন্ন মান্যমান রেখে রাস্তায় দুই পাশের জায়গা দখল করে রেখেছে, রাস্তা দুই পাশে জায়গা না থাকায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। এছাড়া যমুনা খালের জায়গা দখল করে দোকান ঘর বাড়ি বাধা অব্যাহত রেখেছে।
শ্যামনগর সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত মহোদয় বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছেন।
অনতিবিলম্বে উপজেলা সদরে সরকারি জায়গা দখল মুক্তের অভিযানের জোর দাবি জানিয়েছেন শ্যামনগরের সুধীজন।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.