প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৪, ৩:০০ পি.এম
শ্যামনগরে সাংবাদিক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মা ম লা, সংবাদ সম্মেলন
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্পন্দন পত্রিকার শ্যামনগর প্রতিনিধি জি, এম, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলন পাঠ করেন- ঈশ্বরীপুর গ্রামের সাংবাদিক জি, এম, মোহাম্মদ আলীর পুত্র জয়নাল আবেদীন।
তিনি লিখিত অভিযোগে জানান, সাতক্ষীরা জেলার ভোমরা ইউনিয়নের গত ইং- ১০/০৭/২০১৪ তারিখে অর্থাৎ বিগত ১০ (দশ) বছর আগে বি,এন,পি নেতা সাতক্ষীরার ভোমরা লক্ষীবাড়ীর মৃতঃ আজগর আহম্মেদের পুত্র মোঃ খলিল আহম্মেদ এক ব্যক্তি কে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়। নিহতের ভাই মোঃ জাফর গাজী বাদী হয়ে তৎকালীন জেলা পুলিশের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগ এর নেতাকর্মীদের জড়িয়ে ৬৬ জনের নামে কোর্টের মাধ্যম দিয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ৩৫, তারিখ- ১৭/০৯/২০২৪,
এই মামলায় শ্যামনগর উপজেলায় ঈশ্বরীপুর গ্রামের শত্রুতা মূলকভাবে কে বা কারা তার পিতা সাংবাদিক জি,এম মোহাম্মাদ আলী কে ৩৭ নং আসামী হিসাবে জড়িয়ে হয়রানী করেছেন। বর্তমানে তার পিতা ও পরিবারবর্গ মানবেতর মধ্যে জীবন-যাপন করছে। সঠিক তদন্তে সাপেক্ষে তার পিতা জি,এম মোহাম্মাদ আলী কে এ মামলা থেকে অব্যহত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.