পুলিশ সূত্রে জানা যায়, সাংবাদিক নুরুজ্জামান শুক্রবার রাতে শ্যামনগর থেকে বাইসাইকেলে নুরনগর গ্রামে নিজের বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে শ্যামনগর থেকে নুরনগরগামী সড়কের গোপালপুর এলাকায় নির্মাণাধীণ একটি কার্লভাটের গর্তের মধ্যে পড়ে যান তিনি।
এ সময় গর্তের মধ্যে খাড়া করে রাখা রড তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।স্থানীয়রা অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় অন্ধকার রাস্তায় কোন সতর্কতামূলক ব্যারিকেড ব্যবস্থা না রাখায় অকালে ঝরে গেল একজন গণমাধ্যম কর্মীর জীবন।
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নুরুজ্জামান এর অকাল মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম আতাউল হক দোলন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.