শ্যামনগরের মজিবর হত্যার আসামিরা মামলার বাদি ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। এমন তথ্য জানিয়েছেন নিহত মজিবরের ছেলে আলাউদ্দিন। সাথে সাথে আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য জেলা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি জানান, তার বাবাকে হত্যা করে তারা শান্ত হয় নাই, মামলার বাদী ও সাক্ষীদের মোবাইলে হুমকি দিচ্ছে। উল্লেখ্য গত ২৪ আগস্ট সকালে তার বাবা মজিবর বংশীপুর যাওয়ার পথে আসামিদের বাড়ির সামনে পৌঁছানো মাত্র পূর্বের পরিকল্পনা অনুযায়ী লোহার শাবল দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। এতে সে অজ্ঞান হয়ে পড়লে পথচারীরা তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত সাতক্ষীরায় প্রেরণ করেন।
সাতক্ষীরার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার বেলা ১১ টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শ্যামনগর থানায় হত্যা মামলা হলে আসামীরা গা ঢাকা দিয়েছে। আসামিরা দূর থেকে মোবাইলের মাধ্যমে মামলার বাদী ও সাক্ষীদের হুমকি দিচ্ছে।
বর্তমানে নিহত মজিবরের পরিবার নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.