প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৬:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৪, ২:২২ পি.এম
শ্যামনগর থেকে জাহিদ হজ্ব গ্রুপের ওমরা যাত্রা শুরু
সাতক্ষীরার শ্যামনগর থেকে জাহিদ হজ্ব গ্রুপের ৫০ জন পবিত্র ওমরা পালন উপলক্ষ্যে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন।
২৯ জুলাই (সোমবার) বেলা ২টার দিকে বংশীপুর বাসস্ট্যান্ড থেকে জাহিদ হজ্ব গ্রুপের পরিচালক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলামের নেতৃত্বে এম, আর পরিবহন যোগে বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে যাত্রা শুরু করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন শ্রীফলকাটী দাওরা হাদিস মাদ্রাসার মোহতামিম মুফতী মাওলানা জিয়াউর রহমান ফারুকী।
এ সময় সকল ওমরা যাত্রীসহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জাহিদ হজ্ব গ্রুপ দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততা বা সুনামের সাথে হজ্ব ও ওমরা পালনে বিশেষ খেদমত বা সেবা প্রদান করে আসছেন।
৩০ জুলাই ( মঙ্গলবার) সকালে ঢাকা থেকে বিমান যোগে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। তাদের এ সফর সফলতার জন্য মহান আল্লাহর রহমত কামনা করা হয়েছে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.