প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৪, ১:০১ পি.এম
সত্য স্বরূপ ভালোবাসা
ভালোবাসো হৃদয় খুলে
সত্যের পথে চলো,
আত্মদানে করবে সেবা
সঠিক কথা বলো
কর্মের তরে জী্ন ভরে
উপকার যে করে,
চলবে পথে সত্যের রথে
তাতেই যে সুখ বরে।
ত্যাগের তরে শান্তি ভরে
আপন জীবন মনে,
করবে সেবা মাসুষ যে'বা
হৃদয় অন্তর মনে।
ত্যাগের তরে সুখটা বরে
হৃদয়ে সুখ আসে,
নিসার্থে কাজ করেই যাবে
জীবন কূল সে হাসে।
ভালোবাসার প্রকাশ ঘটে
সাধ্য স্বরূপ কর্মে,
এমন মানুষ মহামানুষ
স্বস্তি আসবে ধর্মে।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.