প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৭:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৪, ২:৫৬ পি.এম
সরকারি কেবিএ কলেজ’র সাথে সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার চুক্তি স্বাক্ষর
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্টুডেন্ট কর্তৃক কলেজের বিভিন্ন ফিসাদি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এগিয়ে নিতে সেবা প্রদানকারী পক্ষ সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখার সাথে সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ সখীপুর, দেবহাটা, সাতক্ষীরা এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
চুক্তি স্বাক্ষর উপলক্ষে ১৫ জুলাই'২৪ সোমবার সকাল সাড়ে ৯ টা হতে কলেজের আইসিটি হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আয়োজক সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা ব্যবস্থাপক মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শাহ আলম ও সরকারি খান খানবাহাদুর আহছান উল্লাহ কলেজ এর অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জী।
ব্যাংকের পারুলিয়া পিএলসি শাখার সেকেন্ড অফিসার তপন মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সাতক্ষীরা প্রিন্সিপাল অফিস এর এজিএম প্রহলদ কুমার মাখাল, সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ মো: আকবর আলী, ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান মো: মনিরুজ্জামান (মহসিন) ও জীববিজ্ঞানের শিক্ষক মো: আবু তালেব।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আলহাজ্জ মো: আকবর আলী এবং গীতা পাঠ করেন প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সোনালী ব্যাংক পিএলসি পারুলিয়া শাখা সহ অত্র ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে শিক্ষার্থী কর্তৃক কলেজের সমস্ত ফিসাদি অনলাইনের বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে পরিশোধের নিমিত্তে পূর্ব প্রস্তুতকৃত স্ট্যাম্পে কলেজ ও ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর পরবর্তী ফাইল হস্তান্তর করা হয়।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.