তারুণ্যের উৎসব উদযাপন ২০২৫এর "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই শ্লোগান কে সামনে রেখে সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ছিলো ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা মেডিকেলে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থী দের সম্বর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছেলেদের ৮০০মি, ৪০০মিটার,১০০ মিটার দৌড় প্রতিযোগিতা,ক্রিকেট, ফুটবল, উচ্চ লাফ,দীর্ঘ লাফ,গোলক ও চাকতি নিক্ষেপ, মেয়েদের ভারসাম্য দৌড়, চেয়ার সিটিং, গোলক ও চাকতি নিক্ষেপ, কিমস গেম ও লুডু খেলা। শিক্ষকদের দাবা,কেরাম প্রতিযোগিতা। আজ ২০ জানুয়ারি ছিলো সমাপনী দিন।
সকাল থেকে কুইজ প্রতিযোগিতা, তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা, আরও প্রতিযোগিতার মধ্যে ছিলো কোরআন তেলওয়াত, গীতা পাঠ, হামদ/ নাতে রাসুল ,কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান,রবীন্দ্রসংগীত,নজরুল সংগীত, এবং সবশেষে মেডিকেলে চান্স প্রাপ্ত মেধাবী ৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জির সভাপতিত্বে উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হযরত আলী ও প্রাক্তন অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম সহ কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ, শিক্ষক পর্ষদ সেক্রেটারি, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃনদ ও রোভার গ্রুপ। অতিথি বৃন্দ পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের (৪জন মেডিকেল) হাতে ফুলের তোড়া ও সম্মাননা পুরস্কার তুলে দিয়ে বর্তমান সময়টা কাজে লাগিয়ে মানব কল্যাণে অবদান রাখার আহবান জানান।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.