সাতক্ষীরায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ, উপ-পরিদর্শক (এসআই) সাঈদুজ্জামান (৪৯) ডিউটির সময় হঠাৎ স্ট্রো- ক করে অ- সুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃ_ ত ঘোষণা করেন।
সাঈদুজ্জামান কুষ্টিয়ার পারমৃত্তিকাপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল গফুর মন্ডল।
১১ জুলাই সাতক্ষীরা পুলিশ লাইনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। মরদেহ পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
থানার ওসি শামিনুল হক বলেন, ডিউটিতে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এসআই সাঈদুজ্জামান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
""বি:দ্র: এই সাইটের কোন লেখা বা ছবি কপি করা আইনত দন্ডণীয়""
Copyright © 2025 www.digantapratidin.com. All rights reserved.